ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গত অর্থবছরে বিমানের নিট মুনাফা ২৭৬ কোটি টাকা

প্রকাশিত: ০৬:২১ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

নানা প্রতিবন্ধকতা সত্বেও বিগত অর্থবছরে (২০১৫-১৬) ২৭৬ কোটি টাকা নিট মুনাফা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লাভের এই ধারা অব্যাহত থাকবে বলে জাগো নিউজের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের মহা-ব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে অধিকাংশ রুটই লাভজনক। আসন সংরক্ষণ ব্যবস্থা বর্তমানে শতভাগ কম্পিউটারাইজড করা হয়েছে। নির্দিষ্ট ফ্লাইটে আসন খালি আছে কিনা, সম্মানিত যাত্রীরা এখন বিমানের ওয়েবসাইটের মাধ্যমে জানতে এবং ইন্টারনেটে টিকিট ক্রয় করতে পারেন।

তিনি বলেন, ইতোমধ্যে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরএম/এমএমজেড/পিআর

আরও পড়ুন