ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গ্রামের মানুষও পাচ্ছেন গৃহঋণ

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আর্থিক সহায়তায় পল্লী এলাকায় গৃহঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। কৃষিজমি সুরক্ষায় গ্রামে বহুতল ভবন নির্মাণ করে সেখানে একাধিক পরিবারের আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, আইডিবি সহজ শর্তে বিএইচবিএফসিকে ৮০০ কোটি টাকা ঋণ দেবে। চলতি অর্থবছরের মধ্যে আইডিবি এ অর্থ ছাড় করবে বলে আশা করছে বিএইচবিএফসি।

এ প্রসঙ্গে বিএইচবিএফসির চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে গ্রামীণ এলাকায় যত্রতত্র নতুন ঘর-বাড়ি নির্মিত হচ্ছে। এতে প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আবাদি জমি। এ অবস্থা থেকে কৃষিজমি রক্ষায় পল্লী এলাকার নিম্ন ও মধ্যবিত্তদের জন্য পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএইচবিএফসির মূলধন স্বল্পতা থাকার কারণে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে আইডিবি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহজ শর্তের ঋণ আবেদন করেছি। এতে আইডিবি ইতোমধ্যে সাড়া দিয়েছে।

আগামী জুন মাসের আগেই আইডিবি ঋণের অর্থছাড় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিন উদ্দিন। তিনি বলেন, আইডিবির পাশাপাশি এডিবিও বিএইচবিএফসিকে ঋণ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। এডিবির ঋণ পেলে সেই অর্থ গ্রাম ও শহরে বিতরণ করা হবে।

সরল সুদে গৃহঋণ প্রদানকারী দেশের একমাত্র প্রতিষ্ঠান বিএইচবিএফসি চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১১৮ কোটি ৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির ঋণ মঞ্জুরের পরিমাণ দাঁড়িয়েছে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা এবং আদায় হয়েছে ২৪৮ কোটি ১৩ লাখ টাকা।

সূত্র জানায়, গত ছয় মাসে কর্পোরেশনের মোট আয় হয়েছে ১৩৫ কোটি ৮৩ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫০ কোটি ২৭ লাখ টাকা। মাঠ পর্যায়ের শাখাগুলোর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় মন্দ-ঋণ সঞ্চিত খাতে বর্তমানে প্রতিষ্ঠানটির কোনো প্রভিশন ঘাটতি নেই।

এমইউএইচ/আরএস/আরআইপি