ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

খেলার উত্তেজনায় ঊর্ধ্বমূখী পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৯ মার্চ ২০১৫

নকআউট পর্ব থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চলছে ভারত বাংলাদেশের লেখা। উত্তেজনায় কাঁপছে সারাদেশ। এর বাহিরে নয় দেশের পুঁজিবাজারও। বৃহস্পতিবার ব্রোকারেজ হাউজে গুলোতে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনের চেয়ে খেলা নিয়ে বেশি আগ্রহ। কম্পিউটারের মনিটর থেকে সবার নজর এখন টিভির পর্দায়। যার প্রভাব দেখা যাচ্ছে বাজারের লেনদেনে।

টানা পাঁচ কার্যদিবস দর পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় দুপুর ১২ টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৭৯ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৯০টির দাম বেড়েছে, কমেছে ৪১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ টাকা।

এসআই/এআরএস/এমএস