ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১০০ কোটি টাকা মূলধন বাড়াবে সামিট অ্যালায়েন্স

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৯ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট ১০০ কোটি টাকা মূলধন বাড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৪ মার্চ ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির শেয়ারহোল্ডাররা মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি হবে। এর আগে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।

উল্লেখ্য, সামিট অ্যালায়েন্সের পরিশোধিত মূলধন রয়েছে ১৭১ কোটি ৭৬ লাখ টাকা। এই কোম্পানির মোট শেয়ার রয়েছে ১৭ কোটি ১৭ লাখ ৬২ হাজার। প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য সীমা ৫২ সপ্তাহে ২১ থেকে ৮৯ টাকা ৯০ পয়সা হয়েছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/বিএ/এমএস