ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৬৯ কোটি টাকা লভ্যাংশ দিল রাষ্ট্রায়াত্ত তিন প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৮:০১ এএম, ১৪ আগস্ট ২০১৪

রাষ্ট্রায়াত্ত তিন প্রতিষ্ঠানের গত অর্থবছরের লভ্যাংশ হিসাবে ৬৯ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা জমা দিলো সরকারের কোষাগারে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠান তিনটি হল- ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ইনভেসমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল)।

ইডকলের চেয়ারম্যান ও ইআরডি সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ২০১২-১৩ অর্থ বছরে প্রতিষ্ঠানটির ১০৩ কোটি ৫৩ লাখ টাকার মুনাফা থেকে ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীকে দেন।

আইসিবি পরিচালনা পর্যদের সদস্য কাজী শফিকুল আজম ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ৪৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আর বিডিবিএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান অর্থমন্ত্রীর হাতে তুলে দেন তাদের লাভের ১০ কোটি টাকার চেক।

তিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মুহিত বলেন, সরকারি তিনটি প্রতিষ্ঠান থেকে চেক পেলাম, এটা খুশির বিষয়। আমরা শুধু লস করি না। মাঝেমধ্যে লাভও করি।

অন্যদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অর্থ সচিব মাহবুব আহমেদ ছাড়াও তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।