ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্য মেলায় অল টাইমের ‘মিনি ফ্যাক্টরি’

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অল টাইম বিস্কুট অ্যান্ড ফুড স্থাপন করেছে মিনি ফ্যাক্টরি। যার নাম দেয়া হয়েছে `লাইভ ফ্যাক্টরি`। অর্থাৎ অল টাইম স্বয়ংক্রিয় মেশিনে হাইজেনিক ও হেলথি খাবার তৈরির দৃশ্য মানুষ স্বচক্ষে দেখে পণ্য কিনবে। বুধবার রাতে মেলা প্রাঙ্গণে ফ্যাক্টরি পরিদর্শনে এটিই দেখা যায়।

এ প্রসঙ্গে অল টাইম-এর ব্র্যান্ড ম্যানেজার ইমরান বলেন, অনেকের ধারণা ব্রেড বা কুকিজজাতীয় পণ্য তৈরি হয় খারাপ পরিবেশে। কিন্তু অল টাইম সব সময় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। এটা সবাইকে আশ্বস্ত করতে চাই।

মেলার ১৫ নং প্যাভিলিয়নে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিস্কুট ফুড অল টাইম নিয়ে এসেছে নতুন স্বাদের ফুড পণ্য ও বিশেষ প্যাকেজ। বিশেষ প্যাকেজ অফারসহ আকর্ষণীয় মূল্যছাড়।

অন্যদিকে লাইভ ফ্যাক্টরিতে তৈরিকৃত প্যাভিলিয়নে আসা দর্শনার্থীদের আপ্যায়নের মাধ্যমে ফ্রি স্বাদ গ্রহণের সুযোগও দিচ্ছে।

প্যাভিলিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তা ইমরান জানান, মেলায় সবার জন্য নানা অফার নিয়ে এসেছে অল টাইম। এছাড়া ছাড়সহ রয়েছে আরও সাতটি প্যাকেজ। প্যাকেজগুলো হচ্ছে- অল টাইম ৮ পিসের টিফিন স্টোরি। এতে আছে বিভিন্ন স্বাদ এবং ফ্লেভারের বাটার বান। দাম ৯৭ টাকা। মেলা উপলক্ষে দাম ৭৫ টাকা। ছাড় ২২ টাকা।
time
মেগা হিটস - এখানে রয়েছে ১৩ পিস বিস্কুট ও কেক, দাম ২৫০ টাকা। মেলায় দাম ২০০ টাকা। ৫০ টাকা ছাড়।

অল টাইম মেগা- দাম ৪১৫ টাকা। মেলায় ছাড় দিয়ে নেয়া হচ্ছে ৩০০ টাকা। ১১৫ টাকা ছাড়। এছাড়া ছাড়সহ রয়েছে অল টাইম জাম্বু। বাজারে এ প্যাকেজ কিনতে খরচ পড়বে ৬৮০ টাকা। মেলায় পাওয়া যাবে ৫০০ টাকায়। কুকি বান্ডেল বাজারমূল্য ১৪৪ টাকা। মেলায় বিক্রি হচ্ছে ১২০ টাকায়।  ক্রিসপি বাইট প্যাকেজের বাজারে দাম ১৮৫ টাকা। মেলায় নেয়া হচ্ছে ১৫০ টাকা।

সেলসম্যানরা বলেন, ১০০ টাকার পণ্য কিনলে ১০ শতাংশ ছাড়। আমরা এখানে ৫০ প্রকার পণ্য এনেছি। এসব পণ্যের মাঝে আছে- কেক- ফ্রুটি স্লাইচ কেক, ফ্রুট পাউন্ড কেক, প্লেন কেক, ফ্যামিলি কেক ইত্যাদি। বিস্কুট- অল টাইম কুক, চকোলেট, জিরা বাইন সল্টিং, ইউরোপা মিল্ক, ফানক্রাক, স্ন্যাক, ফিট, চ্যাম্পিয়ন, ক্র্যাসোর্ড কুকিজ ইত্যাদি। এছাড়া ওয়েফারের ভেতর উইন, রকার, মামা ক্রিমি ক্র্যাচ, ললিপপ, অল টাইম মিল্ক ব্রেড, হোয়াইট ব্রেড প্রভৃতি।

বিক্রি সম্পর্কে তারা বলেন, প্রচুর সাড়া পাচ্ছি। সামনে আরও বিক্রি বাড়বে বলে আশা করছি।

এমএ/জেএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন