ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

প্রকাশিত: ০৬:১০ এএম, ১৬ মার্চ ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫২২ পয়েন্টে।

শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক অপরিবর্তিত থেকে ১ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা।

এসআই/বিএ/এমএস