ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রফতানি পদক পেল আরএফএল

প্রকাশিত: ০১:০০ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

প্লাস্টিক পণ্য রফতানির জন্য ব্রোঞ্জ পদক পেল দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড-আরএফএল।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

পদক গ্রহণ শেষে তিনি বলেন, প্লাস্টিক পণ্য রফতানির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা এ পদক ও সনদপত্র পেয়েছি।

তিনি আরও বলেন, ডিউরেবল প্লাস্টিকস রফতানির ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টিতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে দেশের এ প্রতিষ্ঠানটি। বিশ্বের ৩৭টি দেশে প্রতিষ্ঠানটির হরেক রকমের পণ্য রফতানি হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরের জন্য ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডকে এ পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আরএস/জেআইএম

আরও পড়ুন