ডিএসইতে মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা
রাজনৈতিক অস্থিরতা ও অবরোধ-হরতালে দর পতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। এ কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে সাড়ে তিন হাজার কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল ৩ লাখ ১৭ হাজার ৩৫২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৫৩১ টাকা এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ৩ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ৪৯৩ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫৩৭ কোটি ২২ লাখ ৪৫ হাজার ৩৮ টাকা বা ১ দশমিক ১১ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৭ পয়েন্ট বা ২ দশমিক ৩১ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ৪১ দশমিক ৪৮ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১৮ দশমিক ৪০ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৬১৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৩ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৩১৭ টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ২৯৮ টাকার বা ৫ দশমিক ৮৪ শতাংশ।
গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরপতন হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির। আর দর কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে সিএসইতে আলোচিত সপ্তাহে সিএসইর সিএএসপিআই কমেছে দুই দশমিক ১৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ২ দশমিক ৭১ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক ৬৬ শতাংশ।
গেল সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৫৯ টাকা।
এসআই/বিএ/এমএস