গাড়ি কেনায় ব্যাংক ঋণসীমা দ্বিগুণ
ব্যক্তি পর্যায়ে গাড়ি কেনায় ব্যাংক ঋণের সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে গাড়ি কিনতে ব্যাংক থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা (বীমাসহ) ঋণ নেয়া যাবে। এতোদিন এ সীমা ছিল ২০ লাখ টাকা।
সীমা বাড়ানোর পাশাপাশি গাড়ি কেনায় ঋণ ও নিজস্ব অর্থের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। এ অনুপাত নির্ধারণ করা হয়েছে ৫০: ৫০। এর মানে গাড়ির মোট দামের অর্ধেক ব্যাংক থেকে ঋণ নেয়া যাবে। এতোদিন গাড়ির মোট দামের ৩০ শতাংশ ঋণ নেয়া যেত।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
এতে বলা হয়, বর্তমান দাম ও চাহিদা বিবেচনায় গাড়ির অর্থায়ন সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হলো।