ওয়ান ব্যাংকের পর্ষদ সভা রোববার
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ১৫ মার্চ, রোববার বিকাল ৩টায় ব্যাংটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ৯ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫২৪ কোটি ৪০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৩১ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৯ দশমিক ১ শতাংশ, প্রবাসিদের কাছে দশমিক শূন্য ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৯ দশমিক ৫১ শতাংশ শেয়ার।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/এমএস