ব্যাংক খাত দুর্যোগ মোকাবেলায় সক্ষম
দেশের ব্যাংকিং খাত আর্থিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম। স্থিতিশীল ব্যাংকিং খাত যেকোনো মন্দা মোকাবেলা করতে পারবে বলে জানিয়ে বাংলাদেশ ব্যাংক। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক একথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থ-সামাজিক কারণে অর্থনীতি টেকসই হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ দ্বিগুণ হয়েছে। যেখানে ২০১৩ সালে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল ৭ দশমিক ৪১ শতাংশ। ২০১৪ তে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৯ শতাংশ। কৃষি খাতে ঋণ প্রবাহ বেড়েছে। আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম সামাজিক উন্নয়নে অবদান রাখছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন কার্যকর ব্যাংক কোম্পানি আইন মোতাবেক বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের তদারকিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। যাতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও উচ্চতর ব্যবস্থাপনা সঠিকভাবে দায়িত্ব পালন করে। এটি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপও নিয়েছে বলে বার্তায় বলা হয়েছে।
এছাড়া মূলধন পর্যাপ্ততা সূচকে বড় পরিবর্তন এসেছে। বেসেল-২ বাস্তবায়ন হচ্ছে এবং বেসেল-৩ এ যাচ্ছে ব্যাংকিং খাত।
এসএ/বিএ/আরআই