ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না : আইএমএফ

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১০ মার্চ ২০১৫

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধিদল। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিনিধিদলটির প্রধান রদ্রিগো কুবেরা এ কথা জানান। এসময় আইএমএফের বাংলাদেশ প্রধান স্টেলা কায়েন্দেরা উপস্থিত ছিলেন।

কুবেরা বলেন, বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ ধরা হলেও চলতি অর্থবছরে তা ৬ থেকে ৬ দশমিক ১-এর মধ্যে থাকতে পারে। প্রতিনিধি দলটি জানায়, এভাবে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। নিত্যপণ্যের দামেও প্রভাব পড়বে।

এএইচ/পিআর