ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রাণ-আপ নেপাল রোমান্স প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৬ মার্চ ২০১৫

প্রাণ-আপ নেপাল রোমান্স প্রতিযোগিতায় জয়ী হয়ে পাঁচ দম্পতি লাভ করলেন নেপাল ভ্রমনের সুযোগ। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রাণ-আপ নেপাল রোমান্স প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ দম্পতি হলেন মিরপুর থেকে মো. শরিফুল ইসলাম ও সৈয়দা ফাতেমা জিমি, গেন্ডারিয়া থেকে বুশুয়া জামিন ও সামিউল বশির, খিলক্ষেত থেকে শারমিন সুলতানা ও সাকিল মিয়া, টিকাটুলি থেকে সোহরাব উদ্দিন আহমেদ ও সৈয়দা রাবিতা মাসুম এবং শ্যামলী থেকে দেওয়ান সলিমউদ্দিন আহমেদ ও সৈয়দা তাবাসসুম ফরিদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ এর চিফ মার্কেটিং অফিসার জি. এম. কামরুল হাসান, প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম ও বেসরকারি টেলিভিশন আরটিভি`র হেড অব প্রোগ্রাম দেওয়ান রাকিব।


প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম জানান, ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ-আপ দম্পতিদের জন্যে প্রাণ-আপ ফেসবুক পেইজে একটি গেম শো আয়োজন করে। এই প্রতিযোগিতায় প্রায় ১০ হাজার প্রতিযোগি অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০জনকে গালা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। এই পর্বে র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে ৫জন সৌভাগ্যবান নেপাল ভ্রমনের সুযোগলাভ করে বলে তিনি জানান।


অনুষ্ঠানটি পরিচালনা করেন পারিহা লিমা ও রাজিব সরকার। র‌্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন চিত্রনায়িকা তমা মির্জা। অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন সময়ের আলোচিত নায়িকা পরি মনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে পরি মনিকে প্রাণ-আপের পরবর্তী ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে গান পরিবেশন করেন ক্লোজ-আপ ওয়ান তারকা সাব্বির ও চ্যানেল আই সেরাকণ্ঠের মুন।

এআরএস/এমএস