ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৫৪ কোটি টাকা

প্রকাশিত: ০৬:০১ এএম, ০৪ মার্চ ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচকের সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনে ধীরগতি লক্ষ্যকরা যাচ্ছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকা।

ডিএসইতে সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে চার হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক অপরিবর্তিত থেকে ১ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১০৫টির দাম বেড়েছে, কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে সিএসইতে মোট ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা।

এসআই/এআরএস/এমএস