ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

যমুনায় সার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ মার্চ ২০১৫

দেশের বৃহত্তর দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা যমুনা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকে যান্ত্রিক ক্রটির কারণে কর্তৃপক্ষ যমুনার উৎপাদন বন্ধ করে দেয়।

কারখানা সূত্র জানা গেছে, যমুনা সার কারখানার ইউরিয়া প্লান্টে হঠাৎ লিকেজ দেখা দেয়। ফলে দুর্ঘটনা এড়াতে লিকেজ সারতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কারখানার মহা-ব্যবস্থাপক (টেকনিক্যাল) মাহবুবা সুলতানা জানান, ইউরিয়া প্লান্টে লিকেজ দেখা দেয়ায় উৎপাদন বন্ধ করা হয়েছে। মেরামত শেষে দ্রুততম সময়ে উৎপাদন শুরু হবে।

এএইচ/আরআই