ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (মূল পর্যায় ) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।  

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকার মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক সভার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ইতিহাসে এই প্রথম এতো বড় প্রকল্প অনুমোদন হলো। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার।

তিনি বলেন, ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকার মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, যা চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের চেয়ে বড়।

চলতি বছরে ১ লাখ ২৩ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএ/জেএইচ/এমএস