ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে লেনদেন কমেছে ৭৭ কোটি টাকা

প্রকাশিত: ১০:১২ এএম, ০৩ মার্চ ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে দর পতন হয়েছে। দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে ২১০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা গত দিনের চেয়ে ৭৭ কোটি টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ২৯৮ কোটি টাকা।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

দিনশেষে ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭১৯ পয়েন্টে। সিএসই৩০ সূচক ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮২৬ পয়েন্টে।

সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। যা গত দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ২৮ কোটি টাকা।

এসআই/বিএ/পিআর