বুধবার বন্ধ থাকবে ইউসিবিএলের লেনদেন
দেশের উভয় শেয়ারবাজারে বুধবার বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ৪ মার্চ বুধবার প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের আগে ২ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন স্পট মার্কেটের ব্লক/অডলটে শুরু হয়েছে।
এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। আলোচিত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৩৯ পয়সা। আগামী ৩১ মার্চ ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/আরআইপি