ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে রেকিট বেনকিজারের শেয়ার দর

প্রকাশিত: ০৭:৪২ এএম, ০২ মার্চ ২০১৫

কোন কারণ ছাড়াই সাম্প্রতিককালে অস্বাভাবিক হারে বাড়ছে ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার বিষয়টি ডিএসইর নজরে আসে। শেয়ার দর অস্বাভাকি হারে বাড়ার কারণ জানতে ডিএসই নোটিশ দেয়।

ডিএসইর নোটিশের জবাবে ১ মার্চ জানায়, কোনো কারণ ছাড়াই সম্প্রতি সময়ে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর এক হাজার ২১ টাকা ৩ পয়সা থেকে বেড়ে এক হাজার ৩৪৬ টাকা ৫ পয়সা  পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এ সময়ে শেয়ার দর বেড়েছে ৩২৫ টাকা ২ পয়সা  বা ৩১ দশমিক ৮৪ শতাংশ।

এসআই/এআরএস/আরআইপি