ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

চলতি অর্থবছরে রেলওয়ের পশ্চিমে আয় ১৭১ কোটি টাকা

প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোন ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম সাত মাসে ১৭১.৪৮ কোটি টাকার রাজস্ব আয় করেছে। বিগত ২০১৩-২০১৪ অর্থবছরের একউ সময়ের রাজস্ব আয়ের চেয়ে এই আয় ১.০৯ কোটি টাকা বেশি। মোট আয়ের মধ্যে ১০৬.৭১ কোটি টাকা আয় হয়েছে যাত্রী পরিবহন করে। বাকি ৩৯.২৩ কোটি টাকা আয়ে হয়েছে পণ্য পরিবহন করে। জোনের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোশাররফ হোসেন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেলওয়ে সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও পর্যায়ক্রমে আয় বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত এই জোনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ৫০টি আন্তঃনগর ট্রেনসহ ১৪১টি ট্রেন চলাচল করছে। আটটি কম্যুটার বা শ্যাটল ট্রেনও স্বল্প দুরত্বে চলাচল করছে। বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে গত কয়েক দিনে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রে রেল কর্মীরা অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে যাত্রীদের সুবিধার্থে ২৭টি বড় স্টেশনে আসন সংরক্ষণ ও টিকিট ক্রয়ে কম্পিউটারাইজড সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রাজশাহীসহ কয়েকটি স্টেশনে অনলাইনে টিকিট বিক্রয়, আসন রিজার্ভ রাখা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হলে আয় আরো বাড়বে বলেও জানান তিনি।

জোনের চীফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট সর্দার শাহাদৎ আলী বলেন, ১৬৯টি স্টেশনের মধ্যে ৯০টি স্টেশনই নানা সমস্যায় বন্ধ রয়েছে। এসকল স্টেশনে স্টেশন মাস্টার, পয়েন্টম্যান, শান্টিংম্যান, বুকিং ক্লার্ক এবং অন্যান্য প্রয়োজনীয় জনবল সংকট রয়েছে।

আরএস/পিআর