ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আপোসরফায় কৃষকের মামলা প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

আপোসরফা বা সমঝোতার মাধ্যমে কৃষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে মৌখিক ভাবে এই নির্দেশ দেন।

এতে বলা হয়, কৃষকের তামাদি ঋণ নিয়মিত করে আপোসরফা বা সমঝোতার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কৃষকের বিরুদ্ধে যেসব সার্টিফিকেট মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে।

মূলত কৃষকের হয়রানি বন্ধে এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভূক্তি বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, কৃষকের বিরুদ্ধে দায়ের করা সার্টিফিকেট মামলাগুলো বিকল্প পদ্ধিতে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত ভাবে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এতে আরো বলা হয়, ভবিষ্যতে এ ধরনের মামলা কমাতে ব্যাংক গ্রাহক সর্ম্পক উন্নতি করতে হবে এবং নিয়মিত তদারকি করতে হবে। প্রয়োজনে আলাদা ইউনিট গঠন করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনাদায়ি ঋণ তামাদি হওয়ার আগে কিস্তিতে আদায়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃষক যদি কোন কারণে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন সেটিও বিবেচনায় নিতে হবে।

এসএ/আরএস