ডিএসইতে দর পতনের শীর্ষে ইমাম বাটন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটনের শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে বিক্রি হয়েছে। কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ১২ টাকা ১০ পয়সা। যার লেনদেন শুরু সময় মূল্য ছিল ১৩ টাকা।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৪৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ২১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের ৩ দশমিক ১১ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২ দশমিক ৭৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৬০ শতাংশ, সিএ্যান্ডএ টেক্সটাইলের ২ দশমিক ৫৫ শতাংশ, সায়হাম কটনের ২ দশমিক ২৮ শতাংশ ও আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ২৭ শতাংশ দর কমেছে।
এসআই/আরএস/পিআর