প্রথম ঘণ্টায় লেনদেন ৫১ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ওঠানামা প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনও কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকায় লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে সকাল সাড়ে ১১টায় দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকার।
এসআই/বিএ/আরআইপি