ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আফতাব অটোর আয় বেড়েছে ২০ শতাংশ

প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৪ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইল লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) তিন মাসে ইপিএস হয়েছে ৮৪ পয়সা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২৩ শতাংশ বেশি। আগের বছর একই সময় প্রতিষ্ঠানটি ইপিএস ছিল ৬৭ পয়সা।

প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের জুলাই-সেপ্টেম্বর, ১৬ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০১৬ সালে ছিলো ৫৬ টাকা ৮ পয়সা।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/জেএইচ/আরআইপি