মে মাসে এফবিসিসিআইয়ের নির্বাচন
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সালের নির্বাচন আগামী মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অধ্যাপক আলী আশরাফ এমপিকে চেয়ারম্যান করে এফবিসিসিআইর নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অ্যাডভোকেট আমিন উদ্দিনকে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডের দুজন করে চারজন সদস্য নির্বাচন করতে সংগঠনের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন বোর্ড আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। বোর্ড আগামী ৩১ মের মধ্যে এফবিসিসিআইয়ের দুই বছর মেয়াদি নির্বাচন (২০১৫-১৭) সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করবে।
বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন জানান, নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন হবে। এ জন্য পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। আগামী মে মাসের ২৩ বা ২৫ তারিখে নির্বাচন হবে। তবে তারিখ এখনও ঠিক হয়নি।
তিনি আশা করছেন, শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন করে ৩১ মে`র মধ্যে দায়িত্ব হস্তান্তর করা করবেন।
প্রসঙ্গত, বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এর ১৪ (১) ধারা অনুযায়ী নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হয়। গঠিত নির্বাচন বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমাল-১৯৯৪ এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচনের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করবে। সে অনুযায়ী নির্বাচন বোর্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার বিধান রয়েছে।
এসআই/বিএ/এমএস