ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এটিএম বুথের চার্জ সাঁটিয়ে রাখার নির্দেশ

প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার এটিএম বুথের দৃশ্যমান স্থানে লেনদেনের চার্জ বা ফি সংক্রান্ত তথ্য সাঁটিয়ে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত ব্যাংকগুলোর গ্রাহকরা তাদের ব্যাংকের বাইরে অন্য ব্যাংকে লেনদেন করতে গিয়ে চার্জ না জানায় বিভ্রান্তির শিকার হচ্ছেন।

এমন অবস্থায়, ব্যাংকগুলোকে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন, হিসাব বিবরণী, স্থিতি অনুসন্ধানের খরচ বিস্তারিত উল্লেখ করে সাঁটিয়ে রাখতে হবে।

এসএ/এআরএস/আরআইপি