ম্যাকসন্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ৭ এপ্রিল, সাভারের আশুলিয়ায় ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৩ পয়সা। ২০১৩ সালে এই কোম্পানি ইপিএস করেছিল ৭২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।
এসআই/এএইচ/এমএস