বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো: পেনিনসুলা চিটাগং লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুটির লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ২ মার্চ সোমবার পেনিনসুলার বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিতি হবে। আর এইচ আর টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
এসআই/এএইচ/আরআই