ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জয়তুন সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি ৫৩৮ তম কমিশন সভায় মঙ্গলবার এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, কমিশনের রুটিন পরিদর্শনের নিমিত্তে গঠিত দল হাউজটি পরিদর্শনে জুন ৩০, ২০১৩ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কনস্যুলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে ৫ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৬৭ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) ও (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিল এর আরচণবিধি ১ ও ৬ লঙ্ঘন: গত আগষ্ট ১২, ২০১৩ তারিখ লংকাবাংলা, আগষ্ট ১৪, ২০১৩ তারিখ আরগন ডেনিম, সেপ্টেম্বর ৮, ২০১৩ তারিখ বঙ্গজ, সেপ্টেম্বর ১৩, ২০১৩ তারিখ জনতা ইন্স্যুরেন্স ও আগষ্ট ২৫, ২০১৩ তারিখ ফুওয়াং এর শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশনস, ২০০৬ এর রেগুলেশন ৪(১) লঙ্ঘন; ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিণ ঋণ প্রদান করার মাধ্যমে কশিনের ডাইরেক্টিভ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তাং ০১/১০/২০০৯ লঙ্ঘন; মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং রুল ৮(১)(সিসিসি) ভঙ্গ কওে মার্জিন এগ্রিমেন্ট ব্যতিত কতিপয় গ্রাহকগণকে মার্জিন সুবিধা প্রদান এবং কোম্পানির পরিচারককে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনা নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লঙ্ঘন করায় কমিশন জয়তুন ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

এসআই/এআরএস/আরআইপি