ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আয় কমেছে ফ্যামিলি টেক্সের

প্রকাশিত: ০৮:১১ এএম, ০৫ আগস্ট ২০১৪

৪৭ দশমিক ৪৫ শতাংশ আয় কমেছে বস্ত্র খাতের ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিকী প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় কোম্পানির এই তথ্য বেরিয়ে আসে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬০ কোটি ৪৮ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৪৫ কোটি ৩৫ লাখ টাকা এবং ইপিএস ৪ টাকা ১৩ পয়সা।

উল্লেখ্য, ২০১৪ সালের গত এপ্রিল থেকে জুন তিন মাসে মুনাফা হয়েছে ২৮ কোটি ৩৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে  ১ টাকা ২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৯ কোটি ৯২ লাখ টাকা এবং ইপিএস ২ টাকা ৪২ পয়সা।