ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ফজলুল হক

প্রকাশিত: ১২:২০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হক মিঞা নতুন নির্বাহী পরিচালক (বিশেষায়িত) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি এ দায়িত্বে তিনি নিয়োজিত হন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হতে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফজলুল হক ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগে যোগদান করেন। চাকরিকালে তিনি ১৯৯৩ সালের জুন থেকে ১৯৯৪ সালের মার্চ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট থেকে পরিসংখ্যানগত প্রশিক্ষণ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তাছাড়া পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, তুরস্ক ও ভারত সফর করেন।

ফজলুল হক ১৯৬৫ সালে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার অন্তর্গত আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আব্দুল জব্বার মিঞার কনিষ্ঠ ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

এসআই/জেএইচ/এমএস