ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশে নতুন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত আপাতত নেই : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০২ অক্টোবর ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে সরকারি-বেসরকারি মিলে ৪৮টি এবং ৯টি বিদেশিসহ মোট ৫৭টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। তাই এ মুহূর্তে নতুন কোনো ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত সরকারের নেই।  

রোববার জাতীয় সংসদে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

মুহিত বলেন, কোনো দেশের অর্থনীতি বিনির্মাণে ব্যাংকিং ব্যবস্থার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় দেশের অর্থনৈতিক উন্নয়নকল্পে এ পর্যন্ত মোট ৫৭টি ব্যাংকে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ মুহূর্তে নতুন কোনো ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে আর্থসামাজিক প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন ব্যাংক স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অর্থমন্ত্রী জাতীয় সংসদকে জানান, দেশি বিদেশি ৫৭টি ব্যাংকের সারাদেশে ৯ হাজার ৪৯৮টি শাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শাখা রয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের, মোট এক হাজার ২১০টি।

এইচএস/এএইচ/পিআর

আরও পড়ুন