ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উভয় বাজারে বেড়েছে লেনদেন

প্রকাশিত: ১০:১৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন  সূচক পতনের মধ্য দিয়ে শুরু হলেও ঊর্ধ্বমূখী প্রবণতায় তা শেষে হয়েছে। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মুল্যসূচক বেড়েছে ১৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ১০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৬১ কোটি ৪৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বেশি। গত দিন লেনদেন হয়েছিল ২০৩ কোটি ৭৯ লাখ টাকা।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৮ লাখ টাকা। যা গত দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ১৫ কোটি টাকা।

এসআই/এএইচ/পিআর