ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গ্রামীণফোনের পর্ষদ সভা রোববার

প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৮ ফেব্রুয়ারি, রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

টেলিযোগাযোগ খাতের এ কোম্পানি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪ হাজার কোটি টাকা এবং ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার।

এসআই/বিএ/এমএস