ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মঙ্গলবার গ্রামীণফোনের শেয়ার লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৪ আগস্ট ২০১৪

রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের শেয়ার লেনদেন মঙ্গলবার বন্ধ থাকবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে গত ৩ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে চলছে। যা ৪ আগস্ট পর্যন্ত চলবে। স্পট মার্কেটে কোম্পানির শেয়ার ব্লক বা অড লটে বিক্রি হচ্ছে।

চলতি অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের অন্তর্বর্তীকালীন ৯৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য গত ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকীর হিসাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে কোম্পানিটি। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট মঙ্গলবার।