ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচক উঠানামায় চলছে লেনদেন

প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আর রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টা হরতালের শেষ দিন মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। প্রথম ১৫ মিনিট সূচক নিম্নমূখী থাকলেও পরে ঊর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৯৪ পয়েন্টে। সিএসইতে মোট ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৬ লাখ টাকার।

এসআই/এআরএস/পিআর