ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাপক দর পতনে লেনদেন শুরু

প্রকাশিত: ০৬:১০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আর টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে ব্যাপক দর পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

টাকার অংকে লেনদেনও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সূচক কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইক্স ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯৩ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে মাত্র ১৯ কোটি টাকা।

ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৭০০ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইতে মোট ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লাখ টাকা।

এসআই/বিএ/আরআইপি