ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ আগস্ট ২০১৪

টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানি কার্যক্রম। এতে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দরটি। মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে গত ২৭শে জুলাই রোববার থেকে শুক্রবার পর্যন্ত আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃক এক পত্রে এই আমদানী-রপ্তানী বন্ধ ঘোষনা করা হয়। বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, গত ২৭শে জুলাই থেকে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পুনরায় চালু হয়েছে।