ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দীর্ঘ ছুটি শেষে রোববার পুঁজিবাজারে লেনদেন শুরু

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০২ আগস্ট ২০১৪

ঈদুল ফেতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধের পর রোববার থেকে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। পূর্বের সময়সীমা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে দুপুর আড়াইটায়। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উভয় স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়। তবে তার আগের ২ দিন (২৫ ও ২৬ জুলাই) ও পরের দুই দিন ( ১ ও ২ আগস্ট) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন বন্ধ। আগামীকাল ৩ আগস্ট থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।