আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
সৌদি আরবের রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৯ ডলারে ঠেকেছে।
এদিকে, ব্রেন্টকে আন্তর্জাতিক জ্বালানি তেলের মাপকাঠি হিসেবে ধরা হয় এবং এখানেও দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৯ দশমিক ৫৮ ডলারে উঠেছে। অবশ্য, তেলের বাজারের প্রবণতায় আগামী কয়েক মাসে বড় ধরণের পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে।
এনার্জি পলিসি রিসার্চ ফাউন্ডেশনের তেল বিষয়ক প্রবীণ উপদেষ্টা ল্যারি গোল্ডস্টেইন জানান, সৌদি রাজার মৃত্যু সংবাদে পণ্যের বাজার হয়ত একটি ধাক্কা খেয়েছে এবং তারই প্রতিক্রিয়ায় তেলের দাম খানিকটা বেড়েছে এটি দ্রুতই ঠিক হয়ে যাবে।
উল্লেখ্য, গত জুন থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। গত কয়েক মাস ধরে দুর্বল চাহিদা এবং অব্যাহত অতিরিক্ত সরবরাহকে তেলের মূল্য পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবসহ কয়েকটি দেশের অতিরিক্ত সরবরাহের কারণে তেলের দাম কমছে।
এসআই/ এএইচ