ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লেনদেন চলছে নিম্নমূখী প্রবণতায়

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

২০দলের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন এবং সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনও ধীরগতি লক্ষ্যকরা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৬২ এ। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ২৬ কোটি টাকা।

ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৩ তে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ এ অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৩টির দাম বেড়েছে, কমেছে ১৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৭৯ এ। সিএসইতে মোট ৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি টাকা।

 
এসআই/এএইচ