ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দিন শেষে সূচক ও লেনদেনের পতন

প্রকাশিত: ০৯:২০ এএম, ২০ জানুয়ারি ২০১৫

শুরুতে ইতিবাচক প্রবণতায় লেনদেন চললেও দিন শেষে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় বাজারে মূল্যসূচক ও লেনদেন কমেছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। মঙ্গলবার ৩১০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। আগের কার্যদিবস সোমবার টাকায় লেনদেন হয়েছিল মোট ২৮৫ কোটি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ১১ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। টাকায় লেনদেন হয়েছে মোট ২৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৮ কোটি।

এসআই/আরএস