উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় বাজারে মূল্যসূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে মূল্যসূচক কমেছে ৩৮ পয়েন্ট। টাকার অংকে লেনদেন কমেছে ৮০ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৭০ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৬ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৮২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। রোববার ৩০৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দার বেড়েছে ৬৮টির, কমেছে ২০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দার।
টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৫১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩৩১ কোটি ৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট কমে ৯ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দার বেড়েছে ৪১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ০৫ লাখ টাকা।
এসআই/আরএস