ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে বেড়েছে মূলধন

প্রকাশিত: ১০:০৮ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে এক হাজার ৭২৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ১১ থেকে ১৫ জানুয়ারি মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়। সপ্তাহের প্রথম কার্যদিবস ১১ জানুয়ারি পর্যন্ত ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৩৫৬ কোটি টাকা। যা ১৫ জানুয়ারি শেষ দিন এসে দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮১ কোটি টাকা। অর্থাৎ পাঁচ কার্যদিবসের লেনদেনে বাজার মূলধন বেড়েছে এক হাজার ৭২৫ কোটি টাকা।

এছাড়াও আলোচিত সপ্তাহে দেশের উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। এসময় ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫ দশমিক ৯৪ শতাংশ। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ৩৪ শতাংশ। তবে উভয় বাজারে সূচক পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১১৬ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা। এ হিসাবে আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৭৩৬ কোটি বা ৬৫ দশমিক ৯৪ শতাংশ।

সপ্তাহে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ২৫ শতাংশ বা ১২ দশমিক ৬২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস ৩০ সূচক কমেছে দশমিক ৮০ শতাংশ বা ১৪ দশমিক ৭৫ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৬২ শতাংশ বা ৭ দশমিক ৩৬ পয়েন্টে।

ডিএসইতে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) শূন্য  দশমিক ১৪ শতাংশ কমেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৮ দশমিক ১০। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১৮ দশমিক ১৩।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে সিএসইতে আলোচিত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৮ লাখ ৯৪ হাজার টাকা বা ৩৩ দশমিক ৩৪ শতাংশ। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ১২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৩৩১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

-আরু