ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমান

প্রকাশিত: ১১:১৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে কমেছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩১ কোটি টাকার। যা গত কার্যদিবসের চেয়ে ৫৯ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৯০ কোটি টাকা।

তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে। এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। এদিন মোট ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০০ পয়েন্টে। সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। গত কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা কম। বুধবার টাকার অংকের লেনদেন হয়েছিল ২৬ কোটি টাকা