ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু

প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতে সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে।

ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৭ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স অবস্থান করছে ১ হাজার ১৭৫ পয়েন্টে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬৯ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৯৯ পয়েন্টে। সিএসইতে মোট ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা।

-এসআই/বিএ