ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উভয়বাজারে সূচক পতনে লেনদেন শুরু

প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ৪৬ মিনিটে অর্থাৎ সকাল ১১টা ১৬ মিনিট দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৮ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮০ পয়েন্টে। এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১টা ১৯ মিনিটে সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২২৮ পয়েন্টে। সিএসইতে মোট ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা।  -এসআই/বিএ