ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নর্দাণ ও অলটেক্সের দর বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভূক্ত নর্দাণ জুট মানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার কারণ অনুসন্ধানে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৩৫তম কমিশন সভায় এ কমিটি গঠন করা হয় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রত্যেক কমিটির সদস্য সংখ্যা দু`জন করে। এর মধ্যে নর্দান জুট ম্যানোফেকচারিং কোম্পানি দর বাড়ার কারণ তদন্ত করবে বিএসইসির উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।

অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কারণ তদন্ত করতে বিএসইসির উপ-পরিচালক মোল্লাহ মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক মো. রাকিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআই/আরএস