ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুই সিকিউরিটিজকে ১৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় দুটি সিকিউরিটিজ হাউজে ১৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৩৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান নিশ্চিত করেছেন।

সিকিউরিটিজ হাউজ দুটি হলো- মিনহার সিকিউরিটিজ লিমিটেড, হিলসিটি সিকিউরিটিজ লিমিটেড।

জানা যায়, সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা ও আচরণবিধি লঙ্ঘন করায় হিলসিটি সিকিউরিটিজকে ৭ লাখ টাকা এবং কনস্যুলেডেটেড কাস্টমার অ্যাকাউন্টে পরিশোধযোগ্য ক্লায়েন্টদের পর্যাপ্ত তহবিল এ ৬ কোটি ৬৪ লাখ টাকা ঘাটতি পরিলক্ষিত হওয়ার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিল এর বিধি ১১ লঙ্ঘন করায় মিনহার সিকিউরিটিজকে ৭ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এসআই/আরএস